রাজশাহীতে তিন দিন ধরে বন্ধ ঘর থেকে লাশ উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় তিন দিন ধরে বন্ধ থাকা একটি ঘর থেকে তানভীর কুরাইশী জামি (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চারতলা ভবনের তৃতীয় তলায় তার কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় কোচিং সেন্টার থাকলেও তানভীর কুরাইশী ভবনের উপরের দুই তলায় একাই থাকতেন। গত দুই দিন ধরে ভবনে পানি না থাকায় ভাড়াটিয়ারা বাড়ির মালিককে ডেকেও সাড়া পাননি। এরপর তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তানভীর কুরাইশীর নিথর দেহ পাওয়া যায়। ঘটনাস্থলে কোনো স্বজনকে পাওয়া যায়নি এবং তিনি একাই বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

পুলিশের প্রাথমিক ধারণা, তার মৃত্যু স্বাভাবিক হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।