ঢাকায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক চেয়ারম্যান
ঢাকায় শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পের পর রাজধানীতে ছোট-বড় মিলিয়ে অন্তত ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
রাজউক চেয়ারম্যান বলেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দিতে হলে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিতভাবে কাজ করা জরুরি। এককভাবে কোনো প্রতিষ্ঠান এসব পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
ভবন নির্মাণে নিয়ম-নীতির কঠোরতা নিয়ে তিনি বলেন, রাজউক যথাযথ নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের অনুমোদন প্রদান করে এবং অর্থের বিনিময়ে কোনো কাজ করা হয় না।
আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
তিনি আরও বলেন, “রাজউক কোনো ভবনের নকশা করে দেয় না। বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা তৈরি করে রাজউকে অনুমোদনের জন্য জমা দেয়। নিয়ম না মানলে জরিমানার দায় ভবন মালিকেরই।”
ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানান, সিটি করপোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এসব সংস্থার কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে তিনি মত দেন।





