হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

চিকিৎসক জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বেশ কয়েকটি জরুরি পরীক্ষা প্রয়োজন হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে রয়েছেন। সকল প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

এর আগে ১৫ অক্টোবরও একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এবং একদিন অবস্থান করে নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা করান।

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিল রোগে ভুগছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়মিতভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।