রাজধানী ঢাকায় ফের ভূমিকম্পন অনুভূত
রাজধানী ঢাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬ এবং উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালীগঞ্জ উপজেলা। হালকা মাত্রার হওয়ায় অনেকেই ভূমিকম্পটি টের পাননি।
এর মাত্র ছয় দিন আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকালে তীব্র ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। সেই ভূমিকম্পে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং আহত হন ছয় শতাধিক মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে সে সময় কম্পনের মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা।
আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক
মারাত্মক ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয় নরসিংদীতে। ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে অনেকেই আহত হন। বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।
আবারও ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন





