ফেনী কুইন্স নার্সিং কলেজে বিদায়-বরণ অনুষ্ঠিত

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনী দেবিপুরে অবস্থিত কুইন্স নার্সিং কলেজের বিদায়-বরণ অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কুইন্স নার্সিং কলেজ প্রাঙ্গণে বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা. আবদুল কাইয়ুম।

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদকে বহিষ্কার

কলেজের অধ্যাপিকা দিপালী রানী চক্রবর্তীর সভাপতিত্বে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. আলা উদ্দিন মজুমদার, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহি উদ্দিন আহমেদ, কুইন্স কলেজের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, পরিচালক ডা. নাজমুল ইসলাম, মো. আকতার কামাল, ডা. শাহাদাত হোসেন।

বিদায়-বরণ অনুষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ২য় ব্যাচের ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট দিয়ে বিদায় এবং ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

আরও পড়ুন: বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান, প্রত্যাহার করলেন মনোনয়ন

প্রধান অতিথি প্রফেসর ডা. আবদুল কাইয়ুম বলেন, একটি হাসপাতালের চিকিৎসকের পরে একজন নার্সই রোগীকে সুস্থ করে তুলতে এবং জীবনের ঝুঁকি থেকে বাঁচাতে ভূমিকা রাখেন। অনেক সময় জরুরি ও ইমারজেন্সি বিভাগে নার্সরাই একটি রোগীর শেষ ভরসা হয়ে দাঁড়ান। তাই নার্সিং পাশ করে এ পেশাকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে নিতে হবে। যে নার্স যত ভালো কাজ জানে, তার চাহিদা তত বেশি থাকবে। গভীর রাতে ঝুঁকিপূর্ণ রোগীকে একজন নার্সই চিকিৎসকের পরিবর্তে চিকিৎসা দিতে পারেন। অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা শুরু করতে পারেন।