ঢাকা বিশ্ববিদ্যালয়
ভূমিকম্প পরবর্তী জরুরি অবস্থায় ক্লাস-পরীক্ষা বন্ধ, হল খালি করার নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আজ (২২ নভেম্বর) শনিবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত করেছে। সভায় সিন্ডিকেটের সকল সদস্য ছাড়াও চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অংশগ্রহণ করেন।
সভায় সাম্প্রতিক ভূমিকম্প এবং পরবর্তী ঝাঁকুনি (Aftershock)-এর প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা এবং সম্ভাব্য সংস্কারের জন্য শিক্ষার্থীদের হল ত্যাগ করা প্রয়োজন।
আরও পড়ুন: রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল খালি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাভাবিকভাবে খোলা থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সকল হল খালি করে পুঙ্খানুপুঙ্খ ঝুঁকি মূল্যায়ন ও সংস্কারের কাজ করা হবে।”
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা





