ঢাবির হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৬:৪৩ পূর্বাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৩
নিহত ছাত্র ফিরোজ কাজী। ছবি: সংগৃহীত
নিহত ছাত্র ফিরোজ কাজী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের যমুনা ব্লকের সাত তলা থেকে নিচে পড়ে ভাষাবিজ্ঞান বিভাগের এক ছাত্র মারা গেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ফিরোজ কাজী (২২)। তিনি আধুনিক ভাষাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ২০২৫: মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোটার ৩৯,৭৭৫ জন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  সাত তলা থেকে ওপর থেকে বিজয় ৭১ হলের রিডিং রুমের পাশে মাঠে পড়েন ফিরোজ। শব্দ শুনে রিডিংরুমের শিক্ষার্থীরা বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পায়। পরে তারা ফিরোজকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এটি হত্যা নাকি আত্মহত্যা— এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সহপাঠীরা বলছেন আত্মহত্যা করেছেন ফিরোজ। তবে রমনা জোনের এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যা কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: রাবির আইআর বিভাগে ‘বাংলাদেশ-চীন সম্পর্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার