রাজধানীর দারুস সালামে ‘গণপিটুনিতে’ দুই যুবক নিহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ৩১ মে ২০২৫ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর দারুস সালামের দ্বীপনগর এলাকায় ‘গণপিটুনিতে’ দুই যুবক নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল। 

প্রাথমিকভাবে একজনের নাম তানভীর বললেও অন্যজনের নাম পুলিশ এখন জানতে পারেনি।

আরও পড়ুন: ঢাকার যেসব মার্কেট বন্ধ বৃহস্পতিবার

পুলিশ জানিয়েছে নিহত দুই যুবকই চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী।

সহকারী কমিশনার বিপুল গণমাধ্যমকে বলেন, গতকাল দ্বীপনগর এলাকায় মাদকবিরোধী অভিযান হয়েছিল। এ নিয়ে ওই এলাকায় বেশ উত্তেজনা ছিল। আজ দুই যুবক ওই এলাকায় যান। এরপর মাদককারবারিরা প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ মহড়া দিতে বের হলে গণপিটুনির শিকার হয় তারা নিহত হন।

আরও পড়ুন: ডিএসসিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নতুন কমিটি: আহ্বায়ক কিবরিয়া সদস্য সচিব ইমরান