সেতু ভবনের সামনে সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, যান চলাচল বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ৮:৫১ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিএনজি অটোরিকশা চালকদের ধর্মঘটের কারণে রাজধানীর সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত বন্ধ রয়েছে রাস্তা। এতে থেমে গেছে ওই এলাকার যান চলাচল। অনেকেই হেঁটে রওনা দিচ্ছেন। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সারাধাণ মানুষ।

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ চিত্র দেখা যায়। 

আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সারওয়ার বলেন, সকাল থেকেই রাস্তা অবরোধ করে রেখেছেন সিএনজি চালকরা। তারা সেতু ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তারা সকাল থেকেই  মাঠে রয়েছেন, জনদুর্ভোগ কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে দুপুর ১২টার দিকে চালকরা বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) ভবনের সামনে সড়কে অবস্থান নেন। 

আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন

অবরোধকারীরা জানান, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দিয়েছেন। চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

আন্দোলনকারীরা জানান, ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। তাদের সঙ্গে এখন পর্যন্ত বিআরটিএ-এর কোনো কর্মকর্তা যোগাযোগ করেননি বলেও জানান।