কলাবাগানে ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৩৪ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার ফার্স্ট লেন এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তাসলিমা আক্তার (৪২)। ঘটনার পর থেকে স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে স্বামীকেই হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে নিহতের সন্তানদের অভিযোগের ভিত্তিতে কলাবাগান থানার পুলিশ বাসাটিতে অভিযান চালায় এবং ফ্রিজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহত তাসলিমা আক্তার তার স্বামী ও তিন মেয়ে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। বড় মেয়ের বয়স ১৯, মেজোর ১১ এবং ছোট মেয়ের ৫ বছর।

তিনি বলেন, রোববার রাত ১১টা থেকে সোমবার ভোর ৭টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন

নিহতের বড় মেয়ে পুলিশের কাছে জানিয়েছেন, ভোরে তাদের বাবা মা কোথায় জানতে চাইলে বলেন, ‘সে অন্য লোকের সঙ্গে চলে গেছে।’ এরপর তিনি মেয়েদের নিয়ে নানার বাসা আদাবরে যান। মেয়েদের সন্দেহ হলে তারা নানাবাড়ির স্বজনদের জানান এবং পরে পুলিশে খবর দেন।

পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙে ফ্রিজের ভেতর থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় স্বামী নজরুল ইসলাম বর্তমানে পলাতক, তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।