জামায়াত আমীরকে নিয়ে মন্তব্যের জেরে পুবাইল থানার ওসি প্রত্যাহার

Any Akter
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করে নেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের ফটোকার্ড শেয়ার করা হয়। সেই কার্ডের নিচে ওসি শেখ আমিরুল ইসলাম মন্তব্য করেন, "আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীরা এ দেশে রাজনীতি করার অধিকার আছে কি না?" একজন সরকারি কর্মকর্তা হয়ে একটি রাজনৈতিক দলের আমীরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। 

আরও পড়ুন: বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

এই মন্তব্যের জেরে গত ২০ অক্টোবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসানের কাছে ওসি আমিরুল ইসলাম এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, ওসি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন এবং বিধিবহির্ভূত পন্থায় একটি রাজনৈতিক দলকে হেয় করছেন। জামায়াত কেবল বদলি নয়, তাঁর দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তির দাবি জানায়। 

অভিযোগ পাওয়ার পর জিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বিষয়টি তদন্তের জন্য একজন এডিসিকে দায়িত্ব দেন। তদন্ত চলাকালীনই তাঁকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নাগরিক সমাজ এবং মানবাধিকারকর্মীরা ওসির এমন প্রকাশ্য মন্তব্যকে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন, যা একজন সরকারি কর্মকর্তার জন্য নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে।

আরও পড়ুন: মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের পক্ষ থেকে প্রতিবাদ সভা

বর্তমানে ওসি শেখ আমিরুল ইসলাম থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। 

তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন কোন ওসি এখন পর্যন্ত পূবাইল থানার দায়িত্বপ্রাপ্ত হননি।