বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় লঙ্কান নারী দল

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ১১ মে ২০২৩ | আপডেট: ১১:৪১ পূর্বাহ্ন, ১১ মে ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চমৎকার খেলে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘটে ছন্দপতন। হেরে যায় ৭ উইকেটে। এই জয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কান মেয়েরা। ফলে দুই দল আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই করবে।

আজ কলম্বোর সিংহী স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দল ১০ উইকেট হারিয়ে রান করে ১০০। পরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা।

আরও পড়ুন: আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা টিকিয়ে রাখল বাংলাদেশ

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।  বাংলার নারীদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ ১৮ রান করেন শামীমা সুলতানা এবং সোবহানা মোস্তারি। এছাড়া রুবাইয়া হায়দার ১৬ এবং মুর্শিদা খাতুন ১৪ রান করেন। শূন্য রানে আউট হয়েছেন দুজন।

শ্রীলঙ্কার ছয় বোলারের সবাই উইকেট পান। উদেশিকা প্রবোধানি, সুগন্ধিকা কুমারি, ইনোকা রানাভিরা এবং কাভিশা দিলহারি ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ওশাদি রানাসিংহে এবং কাওইয়া কাভিন্দি।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৩ রান করা লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু বোলার রাবেয়া খানের শিকার হন। শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ রান করেন তিনি। ভিস্মি গুনারত্নেকে ১২ রানে ও নিলাক্ষী ডি সিলভাকে ৪ রানে ফাহিমা খাতুন ক্রিজ ছাড়া করেন।

৬৮ রানে তিন উইকেট হারানোর পর ৩৩ রানের অপরাজিত পার্টনারশিপে জয় নিয়েই মাঠ ছাড়েন হার্শিতা সামারাবিক্রমা এবং কাভিশা দিলহারি। 

বাংলাদেশের ফাহিমা খাতুন ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। ৪ ওভারে ১১ রানের খরচায় ১ উইকেট পান রাবেয়া খান। সবচেয়ে খরুচে (২৬ রান) বোলার ছিলেন নাহিদা আক্তার।

শ্রীলঙ্কা ও বাংলাদেশের মেয়েদের সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হবে আগামীকাল দুপুর দেড়টায়।