ঢাবি ক্যাম্পাসে দিনের বেলায় সেনাবাহিনী লেখা গাড়িতে তুলে স্বর্ণ ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে দিনের বেলায় সেনাবাহিনী লেখা গাড়ি থেকে নেমে মোটরসাইকেল থামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
জানা যায়, সেনাবাহিনী লেখা গাড়িতে তুলে নিয়ে ব্যবসায়ীকে মারধর করে হাত পা বেঁধে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরিয়ে কেরানীগঞ্জে ফেলে দেয়। পরে স্থানীয় জনতা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অভিনব ছিনতাই এর ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
আজ রোববার বিকালে স্বর্ণ ব্যবসায়ী মহিউদ্দিন রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা করে।
পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শহীদুল্লাহ জানান, ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে আমরা ডাকাতি মামলা গ্রহণ করেছি। রমনা বিভাগ ও সাভার পুলিশ একাধিক টিম দূর্বৃত্ত দলকে চিহ্নিত করে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে ১ নিহত, শতাধিক আহত