নবীনগরের ফাহিম মৃধা হলো ৮৮ দিনে কোরআনের হাফেজ

Sanchoy Biswas
ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৪২ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা (৭)। এ শিশুটি নবীনগর পৌর এলাকার নারায়নপুরে অবস্থিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ থেকে মাত্র ৮৮ দিনে পবিত্র কোরআন শরিফের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে। রবিবার (১১ আগস্ট)‘মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ফাহিম মৃধাকে আনুষ্ঠানিক ভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা । ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা নবীনগর পৌরসভার নারায়নপুরের বাসিন্দা তিনি একজন ক্রোকারিজ ব্যবসায়ী। সীমিত আয়ের পরিবারে জন্ম নিয়েও ধর্মীয় শিক্ষার অদম্য সাধনায় ছেলে আজ এক গৌরবময় অবস্থানে। তার দুই ছেলে ও ৫ মেয়ের মধ্যে মোহাম্মদ ফাহিম মৃধা সকলের ছোট। মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির বলেন, ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। ধারাবাহিক ভাবে কঠোর অধ্যবসায়ের ফলেই সে মাত্র ৮৮ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে। ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা বলেন, আমার ছোট ছেলে মাত্র ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ,  পাশাপাশি আমার ছেলে যাতে এই অর্জন ধরে রাখতে পারে সকলের নিকট দোয়া কামনা করি।এ অর্জন কেবল তার একক শ্রমের ফসল নয় এটি তার পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত প্রয়াসের প্রতিচ্ছবি। মাত্র ৮৮ দিনের কঠোর সাধনা কোরআনের সঙ্গে তার হৃদয়ের যে সম্পর্ক গড়েছে, তা যেন জীবনভর আলোর পথ দেখায়। আমরা দোয়া করি, ফাহিম যেন কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে একদিন ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে সমাজে নেতৃত্ব দিতে পারে।