চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচারকারী গোষ্ঠী হতে সতর্ক হোন ও অন্যকে সতর্ক করুন

Sanchoy Biswas
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের আবাসিক এলাকাসমূহে বোমা বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কিছু অসাধু ব্যক্তি বন্দরের কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা ছবি/ভিডিও সম্পাদনা করে এসব ছবি/ভিডিও বিভিন্ন জায়গায় প্রকাশের মাধ্যমে সকলের মধ্যে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। এসব ঘৃণিত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকতে এবং গুজবে কান না দিয়ে সকলকে সজাগ থাকতে বন্দর প্রশাসন অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের কোনো আবাসিক এলাকায় এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। গুজব ছড়িয়ে সকলের মধ্যে বিভ্রান্তি/আতঙ্ক সৃষ্টি করতে যে অসাধু শ্রেণি কাজ করছে তাদের নিকট থেকে সজাগ থাকার অনুরোধ জানানো যাচ্ছে।

আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়

এছাড়াও সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কতিপয় বিভাগের কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ/পদায়নের বিষয়টি নিয়েও একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে বন্দরের কর্মকর্তাদের মনোবল ও কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে অনুরোধ করা যাচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ/পদোন্নতি চবক প্রবিধানমালা ও সরকারের বিধি-বিধান এবং নির্দেশনার আলোকে পরিচালিত হয়। চট্টগ্রাম বন্দর সম্প্রতি কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ডসহ নানা উন্নয়নমূলক কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করে দেশে ও বিদেশে প্রশংসিত হচ্ছে। এতে ঈর্ষান্বিত হয়ে কিছু মহল উদ্দেশ্যমূলকভাবে বন্দরের সুনামহানির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে প্রতীয়মান।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

বন্দর কর্তৃপক্ষ সকল ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির মেরুদণ্ড। এই বন্দরের সুষ্ঠু কর্মপরিবেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর।