কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

Sanchoy Biswas
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫। সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও কুলাউড়া শিশু একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল বাসার, এবং সঞ্চালনা করেন ইসরাত জাহান নওরিন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে-কলমে শিক্ষা দিয়ে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।”

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, প্রভাষক কেশব ভট্টাচার্য এবং প্রভাষক সুরজিৎ কুমার।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ননীগোপাল দেবনাথ, মোঃ কালাম হোসেন, মারিয়া আক্তার ও অনন্যা দোষাদ অনু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শিশুদের সঠিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও অধিকার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।