হামাস-ইসরায়েল শান্তিচুক্তি, গাজায় আনন্দ-উৎসবে মেতেছে জনগণ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৪৭ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও হামাস গাজায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এর অর্থ হচ্ছে, খুব শিগগিরই সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারিত লাইনে সরিয়ে আনবে।

আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

ইসরায়েলি প্রধানমন্ত্রীবেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি মহান দিন বলে অভিহিত করেছেন। এ চুক্তি অনুমোদনের জন্য তিনি বৃহস্পতিবার তার সরকারের একটি বৈঠক আহ্বান করেছেন।

অন্যদিকে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে হামাস।

আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা


চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর গাজায় দেখা গেছে উচ্ছ্বাস ও উদযাপন। রাস্তায় মানুষের ঢল, সংগীত, শিস, হাততালি এবং আল্লাহু আকবর ধ্বনি— এমন দৃশ্য ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিওতে।

ফিলিস্তিনি সাংবাদিক সাঈদ মোহাম্মদ ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, দেইর আল বালাহ শহরের আল-আকসা হাসপাতালের বাইরে পুরুষ ও নারীরা একত্রিত হয়ে আনন্দ প্রকাশ করছেন। অন্য সাংবাদিক মোহাম্মদ আল-হাদ্দাদ-এর ভিডিওতেও তরুণদের নাচতে দেখা গেছে।

এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেছেন, এই দুর্ভোগের অবসান হওয়া উচিত।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এক বিবৃতিতে বলেন, “এটি একটি গভীর স্বস্তিকর মুহূর্ত। গাজার জন্য ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে একটি চুক্তিতে পৌঁছানোয় আমি স্বাগত জানাই।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেছেন, দুই বছরেরও বেশি সময় ধরে সংঘাত, জিম্মি এবং বেসামরিক প্রাণহানির পর এই চুক্তি শান্তির পথে অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ।

তিনি ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনায় মিশর, কাতার ও তুরস্কের ভূমিকার প্রশংসা করেছেন।