কুলাউড়ায় বৈঠক ব্যর্থ, ১ নভেম্বর রেল অবরোধের ডাক

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট বিভাগের রেলপথ উন্নয়ন ও অবকাঠামো সংক্রান্ত ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে আন্দোলন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের ডিআরএম মো. মহিউদ্দিন আরিফের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

বৈঠকে রেলওয়ের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে আশ্বাস দেওয়া হলেও তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। বরং তারা ঘোষণা দেন, আগামী ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। বৈঠক শেষে আন্দোলনকারীরা কুলাউড়া রেলস্টেশনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলও করেন।

বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

রেলের পক্ষে উপস্থিত ছিলেন ডিসিও ঢাকা মো. মহব্বত জান চৌধুরী, সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম, কুলাউড়া টিআই (টি) শাহাজান পাঠওয়ারী সাজুসহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা।

সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই বলেন, রেলওয়ে কর্মকর্তারা বাস্তব পদক্ষেপ না নিয়ে শুধু আশ্বাসের বাণী শুনিয়েছেন। আমরা তা প্রত্যাখ্যান করছি। ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে সিলেট বিভাগের সব রেলপথ অবরোধ করা হবে। তারা সিলেট বিভাগের সাধারণ মানুষকে ১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দিলে রেলওয়ের ডিআরএম মো. মহিউদ্দিন আরিফ ১৫ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।