চলতি অক্টোবরের ১১ দিনে প্রবাসী রেমিট্যান্স ৯৯ কোটি ডলার ছাড়াল

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯৮ কোটি ৬৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১২ হাজার ২৪ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসেবে)। রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অক্টোবরেও প্রবাসী আয়ের ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। অক্টোবরের প্রথম ১১ দিনে প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ৯৭ লাখ ৮২ হাজার ৭২৭ ডলার প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। তুলনামূলকভাবে, ২০২৪ সালের একই সময়ে প্রতিদিন প্রায় ৭ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ডলার পাঠানো হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে দৈনিক রেমিট্যান্সের গড় ছিল ৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার ৩৩৩ ডলার।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর
প্রবাসী আয়ের উৎস অনুযায়ী বিশ্লেষণ করা হলে দেখা যায়, রেমিট্যান্সের বড় অংশ এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এর মধ্যে: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার, বাংলাদেশ কৃষি ব্যাংক ১০ কোটি ২৯ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৬৮ কোটি ৪০ লাখ ৮০ হাজার ডলার, বিদেশি ব্যাংক ৩০ লাখ ৪০ হাজার ডলার।
বিশ্লেষকরা বলছেন, ডলারের উচ্চ বিনিময় হার এবং প্রবাসী আয়ের ওপর সরকারি প্রণোদনা চলমান থাকায় এই প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
আরও পড়ুন: শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের বিভিন্ন এলাকায়