গাজায় হামাসের বিরুদ্ধে বিজয় দাবি করল ইসরায়েল
গাজায় হামাসের বিরুদ্ধে বিজয় দাবি করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। এক বিবৃতিতে তিনি বলেন, গত দুই বছর ধরে হামাসের ওপর ধারাবাহিক চাপ প্রয়োগের ফলে ইসরায়েল এখন বিজয়ের অবস্থানে পৌঁছেছে।
ইসরায়েলি সেনাপ্রধান জানান, আমরা যুদ্ধের বাকি লক্ষ্যগুলো অর্জনে কাজ চালিয়ে যাব। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের চেহারা ও ভবিষ্যতের নিরাপত্তা কৌশল পুনর্গঠন করছি।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
তিনি আরও বলেন, জিম্মিদের নিরাপত্তা ও সেনাদের প্রাণহানি কমানোর জন্য কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। আমাদের মূল লক্ষ্য গাজা যেন আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হয়।
এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে এবং বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে অন্তত ৬৭ হাজার ৮০০ জন নিহত এবং এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এখনো যুদ্ধবিরতি স্থায়ীভাবে কার্যকর করার আহ্বান জানানো হচ্ছে, যদিও ইসরায়েল ও হামাস উভয়পক্ষই ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।





