অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

Sanchoy Biswas
ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:১০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা। সোমবার (৬ অক্টোবর) সকালে নবীনগর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে হাজারো অদক্ষ কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এতে ব্যাংকের স্বচ্ছতা, দক্ষতা ও শরীয়াহভিত্তিক নীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

মানববন্ধনে চার দফা দাবি উপস্থাপন করা হয়:

  • ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে।
  • সারাদেশের মেধাবী ও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।
  • এস আলম গ্রুপ কর্তৃক পাচারকৃত হাজার হাজার কোটি টাকা ফেরত আনতে হবে এবং সরকার জব্দকৃত সম্পদ দিয়ে দায়-দেনা সমন্বয়ের ব্যবস্থা নিতে হবে।
  • ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক এস আলম চক্রের দখলে পড়ে শরীয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রকৃত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কর্মকর্তাদের সরিয়ে অদক্ষ ও প্রভাবশালী ব্যক্তিদের বসানো হয়েছে।”

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

তারা অবিলম্বে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত করে ইসলামী ব্যাংককে পুনরায় শরীয়াহভিত্তিক ন্যায্য ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক মাওলানা আবুল বাশার। প্রধান অতিথি ছিলেন মাওলানা আমির হোসাইন।

বক্তব্য রাখেন মু. শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম মাস্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন ও নাছির উদ্দিন প্রমুখ।