আফগানিস্তানের দাবি: পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল, ৫৮ সেনা নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৪৯ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আফগানিস্তান জানিয়েছে, সীমান্তে রাতভর অভিযানে তাদের বাহিনী ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। দেশটির দাবি—এই অভিযান ছিল পাকিস্তানের বারবার আকাশসীমা ও সীমান্ত লঙ্ঘনের জবাবে পরিচালিত প্রতিশোধমূলক পদক্ষেপ।

শনিবার রাতে সংঘটিত এই অভিযানের বিষয়ে রোববার (১২ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, আফগান বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা চৌকি দখল করেছে, ৫৮ সেনা নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা

মুজাহিদ জানান, আফগানিস্তানের সব সরকারি ও অনানুষ্ঠানিক সীমান্ত বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, এবং অবৈধ কার্যক্রম অনেকাংশে বন্ধ করা সম্ভব হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো এই হতাহতের তথ্যের কোনো নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই অভিযান ছিল “প্রতিশোধমূলক ও সফল”। তারা সতর্ক করে দিয়েছে—আবারও আফগান ভূখণ্ড লঙ্ঘন করা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ড. জাকির নায়েক

অন্যদিকে, পাকিস্তান বলছে, আফগান বাহিনী সীমান্তের খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, বাজাউর, মুহম্মদ, অঙ্গুর আড্ডা ও কুররম জেলায় গুলি চালিয়েছে। পাকিস্তানি সেনারা ভারী অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালিয়েছে, বিশেষ করে খাইবার জেলার তিরাহ এলাকায় এবং আফগানিস্তানের নানগারহার প্রদেশজুড়ে সংঘর্ষ হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তানি সেনারা আফগান আগ্রাসনের “জবাব দিয়েছে” এবং তাদের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করেছে।

সংঘর্ষের পর রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান রুট তোরখাম ও চামান সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের অভিযোগ—আফগানিস্তান নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–এর সদস্যদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হয় না।

এর আগে গত সপ্তাহে আফগান কর্তৃপক্ষ পাকিস্তানকে রাজধানী কাবুল ও দেশের পূর্বাঞ্চলের একটি বাজারে বিমান হামলার জন্য দায়ী করেছিল। যদিও পাকিস্তান সে বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব, যারা শনিবার রাতে এক বিবৃতিতে দুই দেশকে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। সৌদি আরব সম্প্রতি পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা ইসরায়েলের কাতার হামলার পর আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে।

দুই দেশের মধ্যে ২,৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত দুরান্ড লাইন, যা আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।