গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বন্দি থাকা জীবিত আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (ICRC) হাতে তুলে দিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল আটটার পর থেকে এই জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকা থেকে এসব জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। সেখান থেকেই রেডক্রসের গাড়িগুলো জিম্মিদের সংগ্রহ করে গাজায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করবে।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
এদিন মুক্তিপ্রাপ্ত এই ১৩ জন হলো হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া দ্বিতীয় দফার জিম্মি দল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, “হামাস দ্বিতীয় দফায় আরও ১৩ জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করেছে।”
আরও পড়ুন: ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস
এর আগে সকালে প্রথম দফায় সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। তাদের গাজা সীমান্ত পার করে নিজ দেশে নেওয়া হয়েছে। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ওই জিম্মিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। গাজায় হামাসের বন্দিশালায় ৭৩৮ দিন কাটানোর পর এসব জিম্মিরা স্বজনদের সঙ্গে পুনর্মিলিত হবেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একইভাবে নতুন মুক্তি পাওয়া ১৩ জিম্মিকেও পরীক্ষা শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাসের কাছে থাকা ৪৮ জিম্মির মৃতদেহও আজকের (সোমবার) মধ্যেই আন্তর্জাতিক রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তরের কথা রয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে গত দুই বছরে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটেছে। গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে এখনও ইসরায়েলের বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে হামাসও প্রতিশোধমূলক রকেট হামলা চালিয়ে যাচ্ছে।