গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী ও সৎ ছেলের হাতে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামের বালাম শেখের স্ত্রী। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রোববার (১২ অক্টোবর) রাতে শোভা বেগমকে তার স্বামী বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শেখ মারধর করেন।
এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এবং ফখরুল শেখ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় দিনগত রাত ২টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে নিহতের লাশ ও ছেলে ফখরুলকে কাশিয়ানী থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।