অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:১৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ— জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সুইডেনের রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে।

আরও পড়ুন: ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস

অ্যাকাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, “উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার অসাধারণ অবদানের জন্য” এই তিন অর্থনীতিবিদকে সম্মানিত করা হয়েছে।

প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার গবেষণার জন্য পুরস্কারের অর্ধেক পেয়েছেন জোয়েল মোকিয়র।

আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

অন্যদিকে, সৃজনশীল বিনাশের (Creative Destruction) তত্ত্বের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির অর্থনৈতিক কাঠামো প্রণয়ন করায় বাকি অর্ধেক যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

অর্থনীতির ক্ষেত্রে তাদের এই অবদান ভবিষ্যৎ উদ্ভাবননির্ভর অর্থনৈতিক নীতি ও টেকসই উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে নোবেল কমিটি।