ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির পাশাপাশি শত শত ফিলিস্তিনি বন্দিকেও মুক্তি দিয়েছে ইসরায়েল।
সোমবার (১৩ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী কয়েকটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। বাসগুলো পৌঁছানোর পর স্থানীয়দের মধ্যে উল্লাস দেখা যায়।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
চোখেমুখে আনন্দের ঝিলিক নিয়ে বন্দিরা বাসের ভেতর থেকেই বিজয়ের চিহ্ন দেখাচ্ছিলেন। বাসগুলোর চারপাশে ভিড় জমায় অসংখ্য মানুষ। অনেকে মোবাইল ফোনে সেই ঐতিহাসিক মুহূর্ত ধারণ করেন, আবার কেউ কেউ হাতে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।
এর আগে দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী কয়েকটি বাস গাজার উদ্দেশে রওনা হয়। পরে এসব বাসের কিছু যুদ্ধবিধ্বস্ত গাজায় পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস
প্রসঙ্গত, স্থানীয় সময় সকাল ৮টা থেকে হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করে। চুক্তি অনুযায়ী, ইতোমধ্যে জীবিত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদেরও মুক্তি দেয় ইসরায়েল, যা চলমান সংঘাতের মধ্যে শান্তির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।