রাজনৈতিক দলগুলোর সাথে বুধবার আবার বৈঠক

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১৪ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচিত বিষয়সমূহ পর্যালোচনার জন্য জাতীয় ঐকমত্য কমিশন আজ মঙ্গলবার দুপুরে বিশেষজ্ঞদের সাথে এক ভার্চুয়াল আলোচনায় মিলিত হয়। এতে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. এ. মতিন, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক এবং ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

সভায় গত ৫ অক্টোবর কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটের প্রক্রিয়া সম্পর্কে বিশদ আলোচনা হয়। আগামীকাল বুধবার সকালে কমিশন আবারও বিশেষজ্ঞদের সাথে বৈঠকে বসবে।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

বৈঠকে কমিশনের পক্ষে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এতে যুক্ত ছিলেন।

এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আজ বুধবার দুপুরে আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ২:০০ টায় ফরেন সার্ভিস একাডেমির ডুয়েল হলে বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস