জোবাইদা ও জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:২৬ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতি কোনো পরিবারকেন্দ্রিক বিষয় নয়, এটি জনগণের সমর্থনের ভিত্তিতে নির্ধারিত হয়। সময় ও পরিস্থিতিই বলে দেবে কে ভবিষ্যতে এগিয়ে যাবেন।

সোমবার (৬ অক্টোবর) সকালে বিবিসি বাংলা প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক গণমাধ্যমটির বাংলা বিভাগের সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের নেওয়া এ সাক্ষাৎকারে তারেক রহমান বর্তমান রাজনীতি, নির্বাচন, দেশে ফেরা ও বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিস্তারিত কথা বলেন।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

সাক্ষাৎকারে তারেক রহমান জানান, তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দেবেন। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন, বিএনপির সাংগঠনিক অবস্থান ও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

খালেদা জিয়ার অসুস্থতার পর দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে থাকা তারেক রহমানের পর দলটির ভবিষ্যৎ নেতৃত্বে জিয়া পরিবারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে তিনি বলেন, “একজন চিকিৎসকের সন্তান চিকিৎসক হতে পারে, আবার নাও পারে। একজন আইনজীবীর সন্তানও সবসময় ভালো আইনজীবী হয় না। রাজনীতিতেও একই কথা প্রযোজ্য—সবাই রাজনীতিতে এলে ভালো করবে, এমন নয়।”

আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

তিনি আরও বলেন, “আমি নিজে রাজনীতি করতে গিয়ে নির্যাতন, মিথ্যা মামলা ও কারাবরণসহ নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছি। এই অভিজ্ঞতা আমাকে শক্ত করেছে। রাজনীতি পরিবারকরণ নয়—এটি জনগণের সমর্থনের ভিত্তিতে নির্ধারিত হয়। যে সংগঠিত করতে পারবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবে, সে-ই সামনে এগিয়ে যাবে।”

বিবিসি বাংলা জানতে চায়—তার স্ত্রী ডা. জোবাইদা রহমান বা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসবেন কি না, এ বিষয়ে ব্যাপক আলোচনা রয়েছে। উত্তরে তারেক রহমান কৌশলীভাবে বলেন, “আমি ওই যে বললাম—সময় ও পরিস্থিতি বলে দেবে ওটা।”

দীর্ঘ এই সাক্ষাৎকারে তারেক রহমান বিএনপির আগামী দিনের পরিকল্পনা, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, এবং জাতীয় রাজনীতিতে তার পরিবারের ভূমিকা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন।

সূত্র: বিবিসি বাংলা