লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি

লিবিয়ার ত্রিপলি ও আশপাশের এলাকা থেকে ৩০৯ জন বাংলাদেশি নাগরিককে স্বেচ্ছায় দেশে ফেরত আনা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিতদের মধ্যে বেশিরভাগই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকে লিবিয়াতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ, জেদ্দায় প্রাথমিক নিবন্ধনে কম সাড়া
পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান। এছাড়া, জনসচেতনতা বৃদ্ধির জন্য তাদের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করার জন্য অনুরোধ করা হয়।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৯ অক্টোবর ৩০৯ জন বাংলাদেশিকে ফ্লাইওয়া এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা তাদের বিদায় জানান।
আরও পড়ুন: জেদ্দা এক্সপো-তে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কনস্যুলেটের মতবিনিময় সভা
চেয়ার্জ দ্য অ্যাফেয়ার্স জানিয়েছেন, দূতাবাস আরও দুটি ফ্লাইটের মাধ্যমে ছয় শতাধিক অভিবাসীকে দেশে ফিরিয়ে আনার জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
এদিকে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে এখনও অনেক বাংলাদেশি বন্দি রয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।