রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি রোমে পৌঁছান। রোম ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকিবুল হক।
আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র্যাবে গণবদলি
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ড. ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন। সফরে তার সঙ্গে রয়েছেন একাধিক সহকারী ও কর্মকর্তারা।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
রোমে অবস্থানকালে প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন বিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত এফএও ওয়ার্ল্ড ফুড ফোরাম প্রতিবছর বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থা ও টেকসই উন্নয়ন ইস্যুতে নীতি নির্ধারক, গবেষক ও তরুণ নেতৃত্বকে একত্রিত করে। এ বছর সম্মেলনটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে অনুষ্ঠিত হচ্ছে।
ড. ইউনূসের এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি ও বৈশ্বিক নীতি-আলোচনায় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।





