গুম ও খুনের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের অতিদ্রুত গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য।
সংগঠনটি বলেছে, গত ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন ও ক্রসফায়ারে অভিযুক্ত কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘণ্টা পার হলেও প্রশাসন এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। ছাত্র আন্দোলনের দাবি, গ্রেপ্তারি এহেন বিলম্ব জনগণের মধ্যে অনাস্থা সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলার প্রতি আস্থা ক্ষুণ্ন করছে।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, “২৪-এর জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান কেবল ক্ষমতা হস্তান্তরের জন্য নয়; এটি গুম, খুন ও ক্রসফায়ারের সংস্কৃতি চিরতরে নির্মূল করার জন্যও। তাই সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে জড়িত সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
সংগঠনটি আরও উল্লেখ করেছে, যদিও সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার অন্যতম প্রধান প্রতিষ্ঠান, তবে অতীতের অপরাধীদের কারণে কিছু অংশের ভাবমূর্তিতে কলঙ্ক পড়েছে। অন্যদিকে, জুলাই অভ্যুত্থানে অনেক তরুণ অফিসার ও সৈনিক ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন: ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতি প্রদান, আজীবন ভাতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ