স্বামীর জন্মদিনে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান তালে সামলে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়, সংসার ও মাতৃত্ব—সব দায়িত্বেই তিনি এককথায় অনন্যা। সোমবার স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে তাকে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা।
বিশেষ দিনে স্বামীর সঙ্গে একগুচ্ছ মন ভালো করা ছবি ভাগ করে নিয়েছেন ঋতুপর্ণা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অনেকেই জানেন না, কীভাবে শুরু হয়েছিল ঋতুপর্ণা ও সঞ্জয়ের দীর্ঘদিনের প্রেমকাহিনি।
আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত ছিলেন ঋতুপর্ণা ও সঞ্জয়। দীর্ঘদিনের সেই বন্ধুত্বই পরিণত হয় ভালোবাসায়, আর সেটি পরিণতি পায় ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর। সেই থেকে তাদের একসঙ্গে পথচলা ২৬ বছর পেরিয়ে গেছে।
ঋতুপর্ণা নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের প্রেমের গল্প। তার ভাষায়, “তখন আমি সপ্তম শ্রেণিতে পড়ি, আর সঞ্জয় ক্লাস টেনে। তখন থেকেই আমাদের বাড়িতে ওর যাতায়াত ছিল। খুব পড়ুয়া, গুরুগম্ভীর স্বভাবের ছেলে ছিল ও। পরে বিদেশে পড়তে যায়। আমার বাবার একটাই শর্ত ছিল—ছেলেটি শিক্ষিত হতে হবে। মায়ের চাওয়া, ভালো পরিবারের ছেলে হওয়া চাই। সঞ্জয় যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেয়, মা-বাবা একবারও ভাবেননি।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে
বর্তমানে সঞ্জয় চক্রবর্তী মোবিঅ্যাপস নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও। কাজের সূত্রে তিনি মূলত সিঙ্গাপুরে থাকেন। ঋতুপর্ণা ও সঞ্জয়ের দুই সন্তান—ছেলে অঙ্কন ও মেয়ে নিয়া—সিঙ্গাপুরেই জন্ম ও পড়াশোনা করেছে।
কাজের প্রয়োজনে ঋতুপর্ণা কলকাতা ও সিঙ্গাপুরের মধ্যে যাতায়াত করেন। মাঝেমধ্যে স্বামী ও সন্তানদের সঙ্গে সিনেমার প্রিমিয়ার বা সাকসেস পার্টিতেও দেখা যায় তাকে। কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়া এবং দায়িত্ব সামলানোয় ঋতুপর্ণা নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ।