লক্ষ্মীপুরে মা-মেয়ে খুনের ঘটনায় যুবক গ্রেফতার

Any Akter
মনির হোসেন বাবুল, রামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম (৫৪) তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা (৩১) নামে এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ ।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

সোহেল রানা নিহতদের আত্মীয় উপজেলা  চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের খামার বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে।

রামগঞ্জ থানার ওসি বলেন জিজ্ঞাবাদের জন্য সোহেল রানা কে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

এর আগে জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়।

বিকেলে তাদের  মরদেহ পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য  বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নযনের উত্তর চন্ডিপুর গ্রামে খামার বাড়িতে দুর্বৃত্তদের হাতে খুন হয় জুলেখা বেগম ও তার মেয়ে  কলেজ ছাত্রী তানহা আক্তার মীম। বাসভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাদের গলাকাটা লাশ পাওয়া যায়। ঘটনার সময়  বাসভবনে খুন হওয়া  মা - মেয়ে ছাড়া  অন্য কেউ ছিলো না।

মিজানুর রহমান তার ছেলে  ফরহাদ কে নিয়ে রামগঞ্জ শহরের সোনাপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।