জুলাই আন্দোলনে হামলা: আ. লীগ নেতা গ্রেফতার

ছবিঃ সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোয়াজিদুল হক তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তোয়াজিদুল হক তুহিনকে লালাবাজারের খরশনা গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
গ্রেফতারকৃত তুহিন খরশনা গ্রামের রুশন মিয়ারের ছেলে এবং লালাবাজার ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ৬টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান