কুলাউড়ায় নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শহরের কামাল প্লাজায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন করা হয়।

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি ও রক্তদান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান আখই-এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি আব্দুল মজিদের সঞ্চালনায় কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

তিনি ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, নিজের রক্ত দান করে অন্যের জীবন বাঁচানোর জন্য যারা কাজ করে যাচ্ছেন, তাদের এই মহৎ সেবা উপকারভোগীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের উপজেলা নায়েবে আমির মো. জাকির হোসেন, জামায়াতের উপজেলা সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, জামায়াতের পেশাজীবী শাখার সহ-সভাপতি কাজী জসিম উদ্দিন মামুন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার বাবুল আহমেদ।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কুলাউড়া উপজেলা সেক্রেটারি আবু বক্কর মো. সিপন, রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মইনুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি শিমুল আহমেদ ও জসিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ, উন্নয়ন বিষয়ক সম্পাদক জুনেদ আহমেদ, সদস্য লিংকন তালুকদার ও মামুন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র সদস্য নাহিদ আহমেদসহ নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।