যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার

গাজায় কোনো মার্কিন সেনা পাঠানো হবে না

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গাজা যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে তিনি সম্প্রতি গাজা সফর করেছেন, তবে সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, সেন্টকমের নেতৃত্বে একটি সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে, যা গাজায় সংঘাত-পরবর্তী পুনর্গঠন ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

যদিও প্রাথমিকভাবে ২০০ মার্কিন সেনা ইসরায়েলে পৌঁছেছে, তাদের দায়িত্ব হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় গাজায় যুদ্ধবিরতি তদারকি করা।

সেন্টকমের সমন্বয়ে গঠিত একটি বহুজাতিক টাস্কফোর্স গাজায় মোতায়েন হবে, যেখানে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সেনারা অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

অ্যাডমিরাল কুপার আগস্ট মাসে মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা সেন্টকমের প্রধান হিসেবে নিয়োগ পান।

এর আগে বুধবার ট্রাম্প ঘোষণা দেন যে ইসরায়েল ও হামাস তার ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, সব ইসরায়েলি বন্দীর মুক্তি, প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির বিনিময় এবং গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার।

পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসবিহীন নতুন প্রশাসন, আরব ও মুসলিম দেশগুলোর অংশগ্রহণে নিরাপত্তা বাহিনী গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৭,২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।