সেপ্টেম্বরে ঢাকায় সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৫৮ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে মোট ২৫৭টি মামলা নিষ্পত্তি করেছে।

ডিএমপি হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়, গত মাসে ৩,৯৩১টি মামলায় ৩,৮৮১ জন আসামি গ্রেফতার করা হয়। এর মধ্যে ৩,১৪৫ জন আসামির বিরুদ্ধে পরোয়ানা বা সমন জারি করা হয় এবং মোট ৩ লাখ ৫২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

এই মামলাগুলোর মধ্যে ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিভিন্ন ট্রাফিক সংক্রান্ত অপরাধ।

ডিএমপি জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তারা নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে। এই সংক্ষিপ্ত বিচার পদ্ধতির ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন, যা নগরীতে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

ডিএমপি অপরাধ দমনে বদ্ধপরিকর, এবং এই কার্যক্রমের মাধ্যমে রাজধানীতে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।