ইসলামের লেবাস পরে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল: ড. এম কাইয়ুম

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা–১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি ভালো কাজ করছে দেখে একটি বিশেষ দল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

গত মঙ্গলবার রামপুরা বনশ্রী সমমনা পরিষদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ

ড. এম এ কাইয়ুম বলেন, বিগত ১৭ বছরে এ দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম, খুন ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আইনের শাসন ও মানবাধিকার ছিল না। জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন ও সুশাসিত বাংলাদেশ। আজ সেই প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে বিএনপি।

তিনি আরও বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে ভারতীয় দালাল হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব হয়েছে। আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বে এবং কল্যাণকর, নিরাপদ ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে—ইনশাআল্লাহ।

আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

ঢাকা–১১ আসন নিয়ে ড. এম এ কাইয়ুম বলেন, আমরা এই আসনকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজমুক্ত করে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। যদি আপনাদের সহযোগিতা পাই, তবে পুরো বাংলাদেশে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব ঢাকা–১১।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল।

ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে আমরা ভোটের অধিকার ও আইনের শাসন ফিরিয়ে এনেছি। আর কোনো ফ্যাসিবাদ যেন জন্ম না নেয়—সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এমন একটি দেশ গঠন করতে চায় বিএনপি।

একটি দলকে উদ্দেশ্য করে ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপির জনবান্ধব কর্মকাণ্ড দেখে একটি গোষ্ঠী মিথ্যাচার ছড়াচ্ছে। ইসলামের লেবাস পরে সরলমনা ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম আরও বলেন, ঢাকা–১১ আসনের মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও জনস্বার্থবিরোধী যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে থাকবে। বিএনপি জনগণের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও এ কাজ অব্যাহত থাকবে।