বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক নিয়োগ

Sadek Ali
ফারুক হোসেন, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃষিতত্ত্ববিদ ড. মো. মাহফুজ বাজ্জাজ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-এর সপ্তম মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৯ নভেম্বর কৃষি মন্ত্রণালয় একটি অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই পদে দায়িত্বভার প্রদান করে।

ড. বাজ্জাজ তাঁর কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার শেষে বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

ড. মো. মাহফুজ বাজ্জাজ ১৯৯৭ সালের ২৭ নভেম্বর কৃষি গবেষণা কেন্দ্র, বারি, পাবনায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০১ সালের ১৫ জুলাই থেকে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দিনাজপুরের রাজবাড়ীস্থ গম গবেষণা উপকেন্দ্রে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

একই উপকেন্দ্রে তিনি ২০০৯ সালের ২০ এপ্রিল থেকে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি কৃষক পর্যায়ে একই জমিতে বছরে চার ফসল ধারা বাস্তবায়নে অবদান রাখেন।

এরপর তিনি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরের নশিপুরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) এর দায়িত্ব পালন করেন।

ড. বাজ্জাজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ডাংশের ঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। গবেষণা ক্ষেত্রে তাঁর মোট ৪১টি গবেষণা পত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি বর্তমানে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা-এর মহাপরিচালক হিসেবে ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন।