ফেনীতে এঞ্জেলস ক্লাবের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোনাগাজী উপজেলার নবাবপুরে এঞ্জেলস ক্লাবের আয়োজনে মরহুম সুমন, আরিফ, শাহীন, শান্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় আমিরাবাদ ভবানীচরণ লাহা স্কুল এন্ড কলেজ মাঠে রামপুর সুপার কিংস বনাম বক্তার মুন্সী ফাইটার্স ক্লাবের খেলার মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

মরহুম সুমন, আরিফ, শাহীন, শান্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সর্বমোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৪০ হাজার টাকা। এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সেরা গোলকিপার প্রত্যেকে পাবে ৫,০০০ টাকা করে পুরস্কার।

এঞ্জেলস ক্লাবের সাধারণ সম্পাদক কে. এম. ফখরুদ্দিন ফারুক ও সাংগঠনিক সম্পাদক ইসরাফিল ছোটনের সঞ্চালনায় এবং গ্রিনল্যান্ড গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকং বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক খান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন