নির্বাচন উপলক্ষে ৮ বিভাগের ১৬৬ নতুন ইউএনও নিয়োগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য ৮ বিভাগের সকল নতুন উপজেলা নির্বাহী অফিসার পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আটটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য “দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪” এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ওই দিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে। এছাড়া, প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতিমধ্যেই পরিবর্তন হয়ে থাকে, তবে তিনি নতুন কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
তালিকা দেখতে এখানে ক্লিক১ ক্লিক২ ক্লিক৩ ক্লিক৪ ক্লিক৫ ক্লিক৬ ক্লিক৭ ক্লিক৮ করুন
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা





