শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়নে টিসিবি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ ডাকসু নেতৃবৃন্দের

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যয় নিয়ন্ত্রণে রেখে শিক্ষার্থীদের খাদ্যের মান উন্নয়নে করণীয় নিরূপণে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পিএসসি-এর সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধি দল। মঙ্গলবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকসুর পক্ষ থেকে নেতৃত্ব দেন ভিপি সাদিক কায়েম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং কার্যনির্বাহী সদস্য আনাস বিন মুনির।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা

শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বাজার নিশ্চিত করা ও ক্যাম্পাসের বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্রে মান–নিযন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে টিসিবির কাছে সহযোগিতা চাওয়া হয়। খাদ্যপণ্যের সরবরাহ পদ্ধতি সহজীকরণ, যৌক্তিক দামে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা এবং ক্যাম্পাসভিত্তিক নিয়মিত মনিটরিংয়ের মতো সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষই শিক্ষার্থীদের খাদ্যমান উন্নয়নে যৌথ উদ্যোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: দাবি আদায়ে শিক্ষকদের আল্টিমেটাম: আজ থেকে লাগাতার কর্মবিরতি