জামায়াতের কোনো ষড়যন্ত্র সফল হবে না: জয়নুল আবদিন
জামায়াতে ইসলামীর কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয় বাস্তহারা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
ফারুক বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, যত ষড়যন্ত্র করেন, আওয়ামী প্রেত্মাতাদের সাথে মিলে নির্বাচন বানচাল করতে চান—কিছুই হবে না। আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের
তিনি দাবি করেন, দেশের মানুষ যাকে সমর্থন দিয়ে সরকারে বসিয়েছে সেই অধ্যাপক মুহম্মদ ইউনুস দেশের সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস তুলে ধরে ফারুক বলেন, “যারা ১০ বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আতাঁত করে মামলা থেকে বাঁচতে চেয়েছেন, তারাই আজ কয়েকটি দল নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। আমরা যারা যুদ্ধ করেছি, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া, পাকিস্তানি সৈন্যদের সহযোগিতা—এসবের অংশীদার ছিলেন আপনারা।”
বেগম খালেদা জিয়ার কারাবরণের সময় জামায়াতের অবস্থান নিয়ে ফারুক প্রশ্ন তোলেন। তিনি বলেন, “যখন বেগম খালেদা জিয়াকে এক কাঁপড়ে বের করে দেওয়া হয়, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা তো ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়ে নির্বাচনেও গিয়েছিলেন।”
বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ায় জামায়াতের অবস্থান নিয়ে তিনি আরও বলেন, “একবার বলছেন পিআর ছাড়া নির্বাচন নয়, আবার বলছেন গণভোট ছাড়া নির্বাচন নয়। আসলে নির্বাচন করতেই হবে—নির্বাচন না করে যাবেন কোথায়?”
অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে ফারুক বলেন, “এই সরকার ছাত্র-জনতার রক্তে অর্জিত। তাই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।”
তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার দেশে কার্যকর সংসদ, সুশাসন, স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় ‘গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর’ করার দাবি জানান ফারুক। তিনি বলেন, “যদি বন্দি বিনিময় চুক্তি রাখতে চান, তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতেই হবে।”
সভায় সভাপতিত্ব করেন বাস্তহারা দলের সভাপতি শরীফ রাগিব। বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, বাস্তহারা দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।





