ফেনীতে বিজ্ঞান মেলায় প্রদর্শিত হল ৮৪টি উদ্ভাবনী প্রকল্প
শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক করে এগিয়ে নিতে ফেনীতে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর বুধবার সকাল থেকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হোপ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি
'জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়' এ স্লোগানে বিজ্ঞান মেলায় প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা সুলতানা।
হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আলমগীর কবিরের সভাপতিত্বে মেলায় বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শনী স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফি উল্লাহ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা
বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থী রুমাইসা বলেন, "প্রথমবারের মত হোক ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান মেলায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। নিত্য নতুন আবিস্কারে চমকে দেব বিশ্বটাকে।"
হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আলমগীর কবির বলেন, বিজ্ঞান মেলার উদ্দেশ্য ও বিশেষত্ব:
বিজ্ঞান মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো এবং তাদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা। মেলায় স্কুলের শিক্ষার্থীরা তাদের তৈরি ৮৪টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
বিজ্ঞান মেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী বিভাগে পুরস্কার প্রদান করা হয়।





