তৌসিফ মাহবুবের প্রেমে পড়েছেন মিস ওয়ার্ল্ড

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৯ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা। তাদের অভিনীত নাটকটির নাম ‘ফার্স্ট লাভ’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সহ-অভিনেতা তৌসিফকে নিয়ে অকপট প্রশংসা করেন নীলা।

আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার

তৌসিফের কাজের প্রতি মনোযোগ এবং উৎসর্গ দেখে অভিভূত নীলা বলেন, “তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশন-এর প্রেমে পড়ে গিয়েছি। তিনি অসাধারণ একজন মানুষ। যখন দিন-রাত কাজ করতে করতে মনে হচ্ছিল আর পারছি না, তখন দেখেছি তিনি সবার পাশে দাঁড়িয়ে পরামর্শ দিচ্ছেন, নিজের কাজও সামলাচ্ছেন। এমনকি নিয়মিত নামাজও সুন্দরভাবে রক্ষা করেছেন। আসলে এই জিনিসগুলোর প্রেমে সবাইই পড়েছে।”

আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের মঞ্চে রের্কড করলেন কিশোর অভিনেতা

তৌসিফকে ‘অ্যামেজিং পার্সন’ আখ্যা দিয়ে নীলা আরও বলেন, “একজন মানুষ কতটা বহুমাত্রিক হতে পারে সেটা তৌসিফ ভাইয়াকে দেখলে বোঝা যায়। তার কাজের প্রেমে আগেই ছিলাম, এখন মনে হয় তার ডেডিকেশন আর পেশেন্সের প্রেমে নতুন করে পড়েছি।”

ফার্স্ট লাভ’ নিয়ে নীলা জানান, এটি তার ক্যারিয়ারের প্রথম কাজ ও প্রথমবার লিড অ্যাক্ট্রেস হিসেবে অভিনয়। তিনি বলেন, “ফাইনালি মনে হচ্ছে নায়িকা হয়ে যাচ্ছি। এখন পুরোপুরি নায়িকা হতে পারছি কি না তা দর্শকই সিদ্ধান্ত নেবে। তবে লিড অ্যাক্ট্রেস হিসেবে সবসময়ই ভেবেছি, করলে নায়িকার চরিত্রই করব, না হলে কিছু করব না।”

নাটকের গুরুত্ব তুলে ধরে নীলা বলেন, “শুধু লিড রোল নয়, একটি ভালো টিমের সঙ্গে ভালো একটি কাজ হয়েছে। ‘ফার্স্ট লাভ’ আমার প্রথম কাজতাই এটি ভোলা সম্ভব নয়।”

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে আরও কাজ দেখবেন। তবে এই কাজটি আমার প্রথম, তাই সবার মনে থাকবে বলে আশা করি। ইনশাআল্লাহ দর্শকরাও তাদের প্রথম ভালোবাসার কথা মনে করবেন ‘ফার্স্ট লাভ’ দেখে।”