ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছেন সড়ক উপদেষ্টা
তীব্র যানজটে আটকে পড়ে শেষ পর্যন্ত মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) সকালে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ২৯ নভেম্বর অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল
সকালে উপদেষ্টা ট্রেনে ঢাকা থেকে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড মোড়ের পথে যাত্রা শুরু করেন তিনি। কিন্তু আশুগঞ্জের সোহাগপুর এলাকায় পৌঁছাতেই ভয়াবহ যানজটে পড়ে যানবাহন সম্পূর্ণ থেমে যায়।
প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও যখন কোনো অগ্রগতি হয়নি, তখন উপদেষ্টা চশমা চোখে, মাথায় হেলমেট পরে মোটরসাইকেলে চড়ে গন্তব্যের পথে রওনা দেন। তার এই সিদ্ধান্তে উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, “উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা হন। সোহাগপুর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে করে যাত্রা অব্যাহত রাখেন।”
জানা গেছে, উপদেষ্টার সফর ঘিরে প্রশাসনের বিভিন্ন দপ্তর সকাল থেকেই তৎপর ছিল। তার আগমন উপলক্ষে সড়কের খানাখন্দে ইট-বালু বিছানোসহ সাময়িক সংস্কারের কাজও চলছিল। তবে ভারী বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত রুট। সাম্প্রতিক সময়ে সড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ চলায় এ মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে।





