মুন্সীগঞ্জে হত্যা মামলায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানসহ ৯ আসামী কারাগারে

Any Akter
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ২:০০ অপরাহ্ন, ০৫ জুন ২০২৪ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় পুলিশ ফাড়িঁর সামনে আওয়ামী লীগ নেতা সোহরাব খাঁন'কে কুপিয়ে হত্যার ঘটনায় টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম হালদারসহ ৯ আসামী'কে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হত্যা মামলার ৯ আসামী মুন্সীগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।  

আরও পড়ুন: মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে ১ নিহত, শতাধিক আহত

কারাগারে প্রেরণ করা আসামীরা হলেন, টঙ্গীবাড়ি উপজেলার পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম হালদার, তার ছোট ভাই কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার খুকু, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, নজরুল ইসলাম হালদার ওরফে নাজির হালদার, রাসেল হালদার, যুবরাজ হালদার, এইচএম বাবর সবুজ হালদার, আবু কাউছার সোহেল ওরফে আবু কাউছার, আনিছ হালদার।

আসামীরা এর আগে উচ্চ আদালত হতে দুই'টি পৃথক আবেদনের প্রেক্ষিতে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করে। আগাম জামিনের মেয়াদ শেষে আজ বুধবার মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আরও পড়ুন: মৌচাকের পার্কিং লটের প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার

উল্লেখ্য: গত ৮ এপ্রিল দুপুর ১২ টার দিকে পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা ও দিঘীড়পার বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সোরহাব খানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার ছেলে জনি খানকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনায় নিহতের ছোট ভাই মান্নান খান বাদী হয়ে মুন্সীগঞ্জ আমলী আদালত ৪-এ পিটিশন মামলা দায়ের করেলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস মামলাটি আমলে নিয়ে গত ১৬ এপ্রিল দুপুরে টঙ্গীবাড়ি থানাকে এফআইআর হিসাবে গ্রহণ করার নির্দেশে দেন। 

পরে টঙ্গীবাড়ি থানা উক্ত মামলাটি এফআইআর হিসাবে গ্রহন করে আসলাম হালদার ভোলা নামের আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। গ্রেফতার হওয়া আসামী আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। উক্ত মামলায় ৯ আসামী আজ জামিন আবেদন করলে জামিন বাতিল করে আজ তাদেরও কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। বাকি ৩ আসামী পলাতক রয়েছে।

এ ব্যাপারে নিহতের ভাই মামলার বাদী মান্নান খান বলেন, এই মামলার অন্যতম দুই আসামী রিহান ও রিজভী এখনো পলাতক  রয়েছে। এর মধ্যে একজন মালয়শিয়া চলে গেছে। তারা আমাকে মুঠোফোনে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা আমাকে ১০০ কোপ দিবে বলছে। এছাড়া যে আসামীরা আজ কারাগারে গেলো তারাও আমাকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। আজ জজ সাহেব যে আদেশ দিয়েছে আমরা তাতে খুশি।

এ ব্যাপারে রাস্ট্রপক্ষের (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, সোরহাব খান হত্যা মামলায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আরিফ হালদারসহ ৯ জন উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আজ জজ আদালতে স্বেচ্ছায় আত্নসমার্পণ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।