মহাখালীতে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৫ | আপডেট: ৫:৫৪ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে চার কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১০ টার দিকে অভিযানটি চালায় মহাখালী বাসটার্মিনাল পুলিশ ফাঁড়ির সদস্যরা। গ্রেফতার মাইনুল ইসলাম (৩৭) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনতপুর ইউনিয়নের বাখোরোলি বিশ্বনাথপুর গ্রামের আরজেদ আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী বাসটার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সোহেল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে মহাখালী বাস টার্মিনালস্থ যাত্রী ছাউনী ভবনের ভিতর শাহ্ ফতেহ আলী বাস কাউন্টারের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন লোক পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা বলে পুলিশ জানায়। 

আরও পড়ুন: দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

এসআই মোহাম্মদ সোহেল সরকার জানান, গ্রেফতারকৃত আসামি মাইনুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। 

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের ডিসি ইবনে মিজানের নির্দেশে এবং এসি গোলাম রাব্বানীর তত্বাবধানে অভিযানটি পরিচালিত হয় বলে জানা গেছে। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: আরও দুইজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৭