জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রাণনাশের হত্যার হুমকির প্রতিবাদে ভোলায় শিক্ষকদের মানববন্ধন

Aminul Islam
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৪ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম আমানুল্লাহকে  প্রাণ নাশের হত্যার হুমকির প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের শিক্ষকরা।


বাংলাবাজার ফাতেমা খানম কলেজ চত্বর ও শহীদ মিনারের কাছে এ সমাবেশে হয়, বক্তব্য রাখেন  কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ,  উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল,  সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন,  সংগঠনের জেলা কমিটির সভাপতি বিপ্লব মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন,  চরফ্যাশন  ফাতেমা মতিন কলেজের শিক্ষক নাজমা বেগম, ফাতেমা খানম কলেজ কমিটির সভাপতি মোবাশ্বের হোসেন,  ওই সংগঠনের সম্পাদক মুরাদ হোসেন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিল ভারতীয় পুলিশ


বক্তব্যরা ভিসিকে হত্যার হুমকিদাতাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। গত ৫ নভেম্বর  একটি চক্র মোবাইল ফোনে ভিসিকে হত্যার হুমকি দেয়।