গাজীপুর জেলা বিএনপির বৈশাখি শোভাযাত্রা আগামীকাল

Rashedul Hoque
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ন, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ৩:৫৮ পূর্বাহ্ন, ১৩ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির বৈশাখি শোভাযাত্রা  আগামী ১৪ এপ্রিল সকাল ১১টায় দলের জেলা কার্যালরয়র সামনে থেকে অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির আহবায়ক ফজলূল হক মিলন শোভাযাত্রা সফল করতে দলের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

উল্লেখ্য জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে এবার বাংলা নববর্ষ ব্যাপকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সারাদেশে মেলা, শোভাযাত্রা, লোকসংগীত পরিবেশনসহ নানা কর্মসূচি করবে দলটি।  

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিল ভারতীয় পুলিশ

গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা শেষে এসব সিদ্ধান্ত নেয় দলটি। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এবার ফ্যাসিবাদমুক্ত পরিবেশে পহেলা বৈশাখ ব্যাপকভাবে উদযাপন করব, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত।